প্রকাশিত: Wed, Jan 4, 2023 4:05 PM আপডেট: Wed, Jul 2, 2025 4:12 PM
জাতিসংঘে বৈঠকের আহ্বান চীন-আমিরাতের
ইমরুল শাহেদ: কূটনীতিকরা মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বৃহস্পতিবার এই বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলে ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্যাভির পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশ করা নিয়ে এই বৈঠক আহবান করেছে সংযুক্ত আরব আমিরাত ও চীন। গ্যাভির বিরুদ্ধে উস্কানি প্রদানের অভিযোগ আনা হয়েছে। আল-জাজিরা
বেন-গ্যাভিরের আল-আকসা চত্বরে প্রবেশ বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে। এর মধ্যে ফিলিস্তিন সহ রয়েছে মিসর, জর্ডান, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। ফিলিস্তিনি নেতৃত্ব গ্যাভিরের এই প্রবেশকে অবাঞ্ছিত উল্লেখ করে ‘অপ্রত্যাশিত উস্কানি’ বলেছে।
ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, উগ্রপন্থী মন্ত্রী গ্যাভির আল-আকসা মসজিদ চত্বরে ঝটিকা প্রবেশে নিন্দনীয় এবং অপ্রত্যাশিত এই ঘটনা উস্কানিমূলক, যা সংঘর্ষ ছড়িয়ে দিতে পারে।
এদিকে, ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ বেন-গ্যাভিরকে পবিত্র স্থানটিকে ‘একটি ইহুদি মন্দিরে পরিণত করার’ পরিকল্পনার অংশ হিসাবে এই সফরের মঞ্চায়ন করার জন্য অভিযুক্ত করেছেন, যা ইসরায়েলের ডানপন্থীদের অনেকেরই লক্ষ্য।
অধিকৃত গাজা উপত্যকার হামাস প্রশাসন সতর্ক করে দিয়ে বলেছে, বেন-গ্যাভিরের এই ঝটিকা প্রবেশ রেড-লাইন ক্রস করার শামিল। ইসরায়েল সেনাাহিনী বলেছে, মঙ্গলবার গাজা থেকে একটি রকেট ছোঁড়া হয়েছে। কিন্তু সেটা ফিলিস্তিনি ভূখন্ডেই পড়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার এক বিবৃতিতে দাবি করেছে, যেখানে যা যেভাবে আছে তা সেভাবেই রক্ষা করার ব্যাপারে তিনি কঠোরভাবে অঙ্গীকারাবদ্ধ। কোনো পরিবর্তন হবে না। টেমপল মাউন্ট বা আল-আকসা মসজিদ চত্বর নিয়েও তা প্রযোজ্য।
ইসারায়েলি গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, আগামী সপ্তাহে নেতানিয়াহুর আমিরাত সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। সফর সূচি পিছিয়ে ফেব্রুয়ারি মাসে করা হয়েছে। নেতানিয়াহুর ঘনিষ্ঠসূত্রগুলো বলেছে, এর সঙ্গে আল-আকসার ঘটনাটির কোনো সম্পর্ক নেই। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
